[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

পুলিশের সামনেই দেওয়া চিঠিতে কী বার্তা দিলেন আ.লীগ নেতা এনামুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ৪:৩০ পিএম
আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ৪:৩২ পিএম

ফাইল  ছবি

সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান আদালতে স্বজনকে দেওয়া চিঠিতে নিজের ‘ওষুধের তালিকা’ দিয়েছেন বলে দাবি করেছেন।

গত ১২ ফেব্রুয়ারি, সাভারের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাইয়ুম হত্যা মামলার রিমান্ড শুনানির সময়, এনামুর রহমান আদালতে উপস্থিত থেকে এক অজ্ঞাত ব্যক্তিকে চিঠি দেন। পুলিশি উপস্থিতিতেই দেওয়া এই চিঠি নিয়ে প্রশ্ন ওঠে। ওইদিন আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রিমান্ড শেষে এনামুর রহমানকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় সাংবাদিকরা চিঠির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি শুধু ওষুধের তালিকা দিয়েছিলাম।’ অসুস্থতার বিষয়ে জানতে চাইলে তিনি ‘হ্যাঁ’ বলে উত্তর দেন।

এদিকে, এদিন হৃদয় হত্যা মামলায় এনামুর রহমানকে আরও ৪ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

প্রসঙ্গত, আদালতে টিস্যু পেপারে চিঠি লিখে গোপন বার্তা দেওয়ার ঘটনা নতুন নয়। এর আগে, সাবেক শিক্ষা ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এবং সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল। এছাড়া, সালমান এফ রহমানের বিরুদ্ধে আদালতে সরকার উৎখাতের বার্তা দেওয়ার বিষয়টিও আলোচনায় আসে।

এই চিঠি আদৌ ওষুধের তালিকা ছিল নাকি অন্য কোনো বার্তা, তা নিয়ে বিভিন্ন মহলে নানা আলোচনা চলছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর