[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

অপারেশন ডেভিল হান্টে সারাদেশে ১৩০৮ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ৮:৩৫ পিএম

ফাইল ছবি

বিশেষ অভিযানের অংশ হিসেবে সারাদেশে পরিচালিত "অপারেশন ডেভিল হান্ট"-এ ১৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকে শুরু হওয়া এ অভিযান রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত চলেছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর জানান, এ অভিযানে দেশের বিভিন্ন মেট্রোপলিটন পুলিশ ২৭৪ জনকে এবং রেঞ্জ পুলিশ ১০৩৪ জনকে গ্রেপ্তার করেছে।

সরকারি সূত্র মতে, "অপারেশন ডেভিল হান্ট" একটি বিশেষ অভিযান, যার লক্ষ্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং অপরাধীদের গ্রেপ্তার করা। ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ অভিযানে বিভিন্ন স্থানে যৌথ বাহিনী কাজ করছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় এ ধরনের বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে জননিরাপত্তা নিশ্চিত করা যায়। নিরাপত্তা সংস্থাগুলো অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর