[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

তিন ছাত্রকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৫ ২:২৭ এএম

ফাইল ছবি

রাজধানীর উত্তরায় তিন শিক্ষার্থীকে আটকের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউতে আয়োজিত একটি বৈষম্যবিরোধী ছাত্র সমাবেশ থেকে আকাশ, রবিন ও বাপ্পি নামের তিন শিক্ষার্থীকে পুলিশ আটক করে।

এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা প্রথমে উত্তরা পূর্ব থানা ঘেরাও করে। পরে সন্ধ্যা ৭টার দিকে উত্তরা পশ্চিম থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে।

এক পর্যায়ে কিছু শিক্ষার্থী উত্তেজিত হয়ে থানার গেটে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মহাদেব সামান্য আহত হন।

শিক্ষার্থীদের দাবি ছিল, আটক শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে। পুলিশ জানায়, তিন শিক্ষার্থীকে উত্তরা পশ্চিম থানার মাধ্যমে পূর্ব থানার হেফাজতে নেওয়া হয়।

ঘটনার পর উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আহম্মেদ আলী ও সহকারী কমিশনার সাদ্দাম হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন।

উত্তরা পূর্ব থানার কম্পিউটার ল্যাব রুমে আলোচনা শেষে পুলিশের আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে এবং পরিস্থিতি শান্ত হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর