দেশের তিন গুরুত্বপূর্ণ বাহিনী—পুলিশ, র্যাব ও আনসারের পোশাকে পরিবর্তন আসছে।
এই পরিবর্তনের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ নিয়ে মতামত দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।
নতুন পোশাকের নকশা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
মঙ্গলবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে আসিফ বলেন, তিন বাহিনীর নতুন পোশাকের ডিজাইনার, অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুচিহীনতার অভিযোগে দ্রুত গ্রেপ্তার করা উচিত।
তিনি আরও বলেন, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মাধ্যমে তাদের জিজ্ঞাসাবাদ করে প্রমাণিত হলে পাবনার হেমায়েতপুর মানসিক হাসপাতালে পাঠানোর আবেদন জানাচ্ছি।
আসিফ তার স্ট্যাটাসে সতর্ক করে উল্লেখ করেন, "দেশে রুচিহীনতা ছড়িয়ে পড়লে এর দায় সরকারকেই নিতে হবে।"
জানা গেছে, নতুন নকশায় পুলিশের জন্য "আয়রন কালার," র্যাবের জন্য "গ্রিন অলিভ" এবং আনসার বাহিনীর জন্য "গোল্ডেন হুইট" রঙের পোশাক নির্ধারণ করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: