যাত্রাবাড়ী থানার দুটি পৃথক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
জিসান হত্যা মামলা:
গত ২০ জুলাই রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জিসান আন্দোলনে অংশ নেন। অভিযোগ অনুযায়ী, আন্দোলনের সময় গুলিতে তিনি নিহত হন।
মেহেদী হত্যা মামলা:
১৮ জুলাই একই আন্দোলনের সময় যাত্রাবাড়ীর কাজলা এলাকায় শান্তিপূর্ণ মিছিল চলাকালে মেহেদী হাসান গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেদিন সন্ধ্যায় তিনি মারা যান।
এই মামলাগুলোতে আসামিদের ভূমিকা নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, রিমান্ডে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: