[email protected] মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
২১ শ্রাবণ ১৪৩২

ভোটার তালিকা হালনাগাদে ইসির বিশেষ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৫ ৭:১৬ পিএম

ফাইল ছবি

ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) বিশেষ নির্দেশনা জারি করেছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক পরিপত্রের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।

ইসির পরিপত্রে জানানো হয়েছে, আগামী ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদের কাজ চলবে। এই সময়ের মধ্যে সুপারভাইজাররা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও যাচাই করবেন।

হালনাগাদ কার্যক্রমে ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে জন্মগ্রহণকারী ভোটারযোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হবে।

এছাড়া, পূর্ববর্তী হালনাগাদে বাদ পড়া ব্যক্তিদের ভোটার তালিকাভুক্তি, মৃত ভোটারদের নাম কর্তন এবং বাসস্থান পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের কাজও সম্পন্ন করা হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, এ কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত নিয়ম অনুযায়ী কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর