[email protected] বৃহঃস্পতিবার, ৮ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

সাবেক ওসি শাহ আলম গ্রেফতারে সারা দেশে রেড অ্যালার্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৫ ১০:৫২ পিএম

ফাইল ছবি

রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া সাবেক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ।

তিনি গত ৫ আগস্ট পর্যন্ত উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এ ঘটনার জেরে উত্তরা পূর্ব থানার বর্তমান ওসি মো. মহিবুল্লাহকে দায়িত্বে অবহেলার অভিযোগে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার তাকে ডিএমপির কেন্দ্রীয় রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, শুক্রবার রাত ১১টার মধ্যে শাহ আলমকে গ্রেফতার করা না হলে উত্তরা পূর্ব থানার কার্যক্রম অচল করে দেওয়া হবে।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, সাবেক ওসি শাহ আলমের বিরুদ্ধে থানার হেফাজত থেকে পালানোর ঘটনায় নতুন একটি মামলা হয়েছে। তাকে গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিট কাজ করছে।

উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান জানান, সেনাবাহিনী, র‍্যাব এবং পুলিশের বিভিন্ন ইউনিট শাহ আলমকে ধরতে অভিযান চালাচ্ছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।

সাবেক ওসি শাহ আলমকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি হত্যা মামলায় কুষ্টিয়া থেকে গ্রেফতার করা হয়। তাকে বুধবার গভীর রাতে ঢাকার উত্তরা পূর্ব থানায় আনা হয়। বৃহস্পতিবার দুপুরে তিনি থানার হেফাজত থেকে পালিয়ে যান। অভিযোগ রয়েছে, তাকে হাজতখানায় না রেখে থানার অপারেশনস কক্ষে রাখা হয়েছিল, যা পালানোর সুযোগ সৃষ্টি করে।

পুলিশের দায়িত্বে অবহেলার কারণে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাজ্জাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গত ৫ আগস্ট সরকারের পরিবর্তনের পর শাহ আলমকে কুষ্টিয়ার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়। সেখান থেকেই তাকে হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয় এবং ঢাকায় আনা হয়।

 

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর