ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে গেছেন গ্রেপ্তার হওয়া সাবেক অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম।
এ ঘটনায় দায়িত্বে থাকা এক এএসআইকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, শাহ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যাসহ একাধিক মামলার আসামি। গত ৫ আগস্ট তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।
কুষ্টিয়া পুলিশ লাইন থেকে তাকে বুধবার (৮ জানুয়ারি) রাতে গ্রেপ্তার করা হয়। পরে তাকে উত্তরা পূর্ব থানায় আনা হলেও বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে তিনি পুলিশের হেফাজত থেকে পালিয়ে যান।
উত্তরা পূর্ব থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, সাবেক ওসি শাহ আলম পালিয়ে যাওয়ার ঘটনা শুনেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে ওসির সঙ্গে যোগাযোগের নির্দেশনা রয়েছে।
ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহ আলম কৌশলে পালিয়ে গেছেন। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছিল। এ সময় তিনি পুলিশের নজরদারি এড়িয়ে পালিয়ে যান।
ঘটনার পরপরই তাকে পুনরায় গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে ডিউটিরত এক এএসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে বরখাস্তকৃত এএসআইয়ের নাম এখনো প্রকাশ করা হয়নি।
পলাতক শাহ আলমের সন্ধানে জোর তৎপরতা চালাচ্ছে পুলিশ।
এসআর
মন্তব্য করুন: