[email protected] বুধবার, ৭ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া ৯ বস্তা মামলার নথি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৫ ১২:০৩ পিএম

ফাইল ছবি

চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া ৯ বস্তা মামলার নথি (কেস ডকেট বা সিডি) উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে এসব নথি উদ্ধার করা হয়।

এ সময় এক চা বিক্রেতাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম।

তিনি বলেন, “নথি উদ্ধারে অভিযান চলছে, বিস্তারিত পরে জানানো হবে।”

এর আগে, চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মফিজুল হক ভুঁইয়া অভিযোগ করেন, ১,৯১১টি মামলার নথির কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় গত ৫ জানুয়ারি কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

জিডিতে উল্লেখ করা হয়, মহানগর পিপি অফিসে ২৮-৩০টি আদালতের কেস ডকেট সংরক্ষিত ছিল। স্থান সংকটের কারণে ২০২৩ সালের ২৪ এপ্রিল প্লাস্টিকের বস্তায় পলিথিনে মোড়ানো ১,৯১১ কেস ডকেট পিপি অফিসের সামনের বারান্দায় রাখা হয়।

১২ ডিসেম্বর সর্বশেষ ভেকেশন কোর্ট অনুষ্ঠিত হওয়ার পর ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে নথিগুলো হারিয়ে যায়। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পাওয়ায় পিপি অফিস থেকে জিডি করা হয়।

নথি উদ্ধারের খবর আদালত চত্বরে আলোড়ন সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং বিষয়টি নিয়ে আরও বিস্তারিত শিগগিরই জানানো হবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর