[email protected] বুধবার, ৭ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

বিএনপিকর্মী হত্যা মামলায় কাজী জাফর উল্যাহর জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৫ ৭:২১ পিএম

ফাইল ছবি

বিএনপিকর্মী মকবুল হোসেনকে হত্যার অভিযোগে পল্টন মডেল থানায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহর জামিন নামঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন, কাজী জাফর উল্যাহর পক্ষে তার আইনজীবী জামিনের আবেদন করেন, তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।

এর আগে, ১৯ সেপ্টেম্বর কাজী জাফর উল্যাহকে গ্রেফতার করা হয় এবং তারপর থেকে তিনি কারাগারে আটক আছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপি একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশ বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালিয়ে ভাঙচুর এবং নেতাকর্মীদের ওপর হামলা চালায়। হামলার পর, মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর