[email protected] বুধবার, ৭ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

পুলিশি হেফাজতে নির্যাতন: রাজনীতিবিদ, পুলিশ, আইনজীবী ও সাংবাদিকসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৫ ১০:২৩ পিএম

ফাইল ছবি

২০১৩ সালে পুলিশি হেফাজতে নির্যাতনের শিকার হয়ে পঙ্গুত্ব বরণ করেন জামায়াত কর্মী মোহাম্মদ আলমগীর হোসেন ভূঁইয়া (৫৫)।

এ ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কয়েকজন মন্ত্রী, পুলিশ কর্মকর্তা, আইনজীবী ও সাংবাদিকসহ মোট ৯০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন।

রবিবার (৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের আদালতে মামলাটি করেন আলমগীর।

আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে শেরেবাংলা নগর থানাকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। সোমবার (৬ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন আদালতের পেশকার শিব শংকর।

মামলার বাদী আলমগীর লক্ষ্মীপুর জেলার রায়পুর এলাকার বাসিন্দা। তিনি রাজধানীর শেরেবাংলা নগর থানা জামায়াতে ইসলামীর কর্মী।

২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি, একটি হরতালের দিন, ফার্মগেটে তেজগাঁও কলেজের সামনে ব্যক্তিগত কাজে যাওয়ার সময় পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় বিরোধীদলীয় কর্মীদের একটি মিছিলে পুলিশ ও শাসকদলীয় কর্মীরা গুলি চালায় এবং বিক্ষোভকারীদের মারধর করে।

এজাহারে বলা হয়, পুলিশ গ্রেফতারকৃতদের মধ্যে আলমগীরসহ কয়েকজনকে থানায় নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে এবং তার বাম পায়ে গুলি চালায়। চিকিৎসার অভাবে পরে তার পা কেটে ফেলতে হয়।

মামলায় উল্লেখিত ৯০ জন আসামির মধ্যে আছেন:

রাজনৈতিক ব্যক্তিত্ব

সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরা, যেমন— শেখ ফজলুল করিম সেলিম, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, শেখ ফজলে নূর তাপস।

আইনজীবী

সুপ্রিম কোর্টের সাবেক প্রসিকিউটর, ব্যারিস্টার এবং বিভিন্ন সিনিয়র আইনজীবী।

সাংবাদিক

কয়েকটি গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিত্ব, যেমন— নাঈমুল ইসলাম খান, মুন্নী সাহা, শ্যামল দত্ত।

পুলিশ কর্মকর্তা

সাবেক আইজিপি শহিদুল হক, বেনজির আহমেদ, সাবেক ডিএমপি কমিশনারসহ আরও অনেকে।

আলমগীর অভিযোগ করেন, তাকে উদ্দেশ্যমূলকভাবে গুলি করা হয় এবং শারীরিক নির্যাতনের শিকার হতে হয়। এরপর দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তিনি স্থায়ী পঙ্গুত্ব বরণ করেন।

এ মামলা রাজনৈতিক, আইনশৃঙ্খলা বাহিনী ও মিডিয়া অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে কেউ কেউ মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছেন।

বিস্তারিত জানতে অপেক্ষা করুন পরবর্তী আপডেট।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর