[email protected] মঙ্গলবার, ৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

র‌্যাব বাতিলের সিদ্ধান্তের অপেক্ষায় : নূর খান লিটন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৪ ১২:৫৮ এএম

ফাইল ছবি

গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন বলেছেন, র‌্যাব বাতিলের বিষয়ে সরকারি সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি।

তিনি বলেন, “এত ভয়াবহ ঘটনার পর র‌্যাবকে সমাজে রাখা সঠিক নয়। তারা জনগণের সেবা দিতে ব্যর্থ হয়েছে।”

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে রাজশাহী নগরের পদ্মাপারে লালনশাহ মুক্তমঞ্চে গুমবিরোধী এক গণজমায়েতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নূর খান আরও বলেন, “পুলিশের কাজ পুলিশ দিয়ে করানো উচিত। পুলিশের কার্যক্রমে সেনাবাহিনীর অংশগ্রহণ নতুন করে সমস্যার সৃষ্টি করে। এই সমন্বয়হীনতা আইন-শৃঙ্খলা রক্ষায় নেতিবাচক প্রভাব ফেলে।”

গুমের শিকার পরিবারগুলোর অভিজ্ঞতা শেয়ার
গণজমায়েতে গুম, ক্রসফায়ার এবং পুলিশি হেফাজতে নির্যাতনের শিকার পরিবারগুলোর সদস্যরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। তারা এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সঠিক বিচার দাবি করেন।

গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য সাজ্জাদুর রহমান ও নাবিলা ইদ্রিস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ফরিদ উদ্দিন খান, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবা হাবিবা, মায়ের ডাক সংগঠনের সংগঠক সানজিদা ইসলাম ও সমন্বয়ক রিমন ইসলাম প্রমুখ। 

বক্তারা গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি করেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর