[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
২ পৌষ ১৪৩২

ডিসেম্বরের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স ১৭০ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫ ১১:৫৫ পিএম

সংগৃহীত ছবি

ডিসেম্বর মাসের প্রথম ১৪ দিনে দেশে মোট ১৭০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

এ সময়ে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১২ কোটি ১৯ লাখ ডলার।

সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি বছরের ডিসেম্বরের প্রথম ১৪ দিনের রেমিট্যান্স প্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

২০২৩ সালের ডিসেম্বরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৩৮ কোটি ১০ লাখ ডলার।

আরিফ হোসেন খান আরও জানান, শুধু ১৪ ডিসেম্বর এক দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ২০ কোটি মার্কিন ডলার।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৪৭৪ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৮০ শতাংশ বেশি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর