[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

সুদানে ড্রোন হামলায় নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের ঘটনায় শোক জানালেন জাতিসংঘ মহাসচিব

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫ ১:৫১ এএম

ফাইল ছবি

সুদানে ড্রোন হামলায় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োজিত ছয়জন বাংলাদেশি সদস্য নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

এ উপলক্ষে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করেন।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।

ফোনালাপে আন্তোনিও গুতেরেস বলেন, “এই দুঃখজনক ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।

একই সঙ্গে তিনি হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন এবং বাংলাদেশের প্রতি সংহতি জানান। নিহত শান্তিরক্ষীদের শোকসন্তপ্ত পরিবারের কাছে তাঁর সমবেদনা পৌঁছে দিতে প্রধান উপদেষ্টার সহযোগিতা কামনা করেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রাণহানিতে তিনি গভীরভাবে শোকাহত।

তিনি আহত সেনাসদস্যদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য নিরাপদ স্থানে স্থানান্তর এবং নিহতদের মরদেহ দ্রুত দেশে ফেরত আনার বিষয়ে জাতিসংঘের সর্বাত্মক সহায়তা প্রত্যাশা করেন।

জবাবে জাতিসংঘ মহাসচিব জানান, আহত শান্তিরক্ষীদের প্রাথমিকভাবে সুদানের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহতদের উন্নত চিকিৎসাসুবিধাসম্পন্ন হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আহতদের চিকিৎসা ও নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ায় জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত ফোনালাপে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গত রমজানে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের স্মৃতিও তুলে ধরেন।

এ সময় উভয় নেতা বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়েও আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবকে আশ্বস্ত করেন যে, অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এ বিষয়ে জাতিসংঘ মহাসচিব আশাবাদ ব্যক্ত করেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর