[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫ ১:০৬ এএম

সংগৃহীত ছবি

সুদানের আবেই এলাকায় সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও ৮ জন শান্তিরক্ষী আহত হয়েছেন। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বিষয়টি নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, সুদানের আবেই অঞ্চলে অবস্থিত জাতিসংঘের একটি ঘাঁটিতে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। হামলার পর সন্ত্রাসীদের সঙ্গে শান্তিরক্ষীদের সংঘর্ষ শুরু হয়, যা এখনো চলমান রয়েছে।

এদিকে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সুদানের কোরদোফান এলাকায় জাতিসংঘের একটি ভবনে এই হামলার ঘটনা ঘটে।

এতে অন্তত ছয়জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।

হামলার ঘটনায় নিহত ও আহতদের পরিচয় এবং পরিস্থিতির বিস্তারিত জানার চেষ্টা চলছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর