[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

ভেনেজুয়েলার প্রেসিডেন্টের আত্মীয় ও ৬ জাহাজের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫ ৯:০৩ এএম

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

নিকোলাস মাদুরোর তিন ভাগ্নে—ফ্র্যাঙ্কিউ ফ্লোরেস, কার্লোস ফ্লোরেস ও ইফরাইন ক্যাম্পো—এবং মাদুরোর ঘনিষ্ঠ ব্যবসায়ী, পানামার নাগরিক রামন ক্যারেতেরোকে নতুন নিষেধাজ্ঞার আওতায় এনেছে। পাশাপাশি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ছয়টি কোম্পানি ও ভেনেজুয়েলার পতাকাবাহী ছয়টি জাহাজের ওপরও।

ভেনেজুয়েলার জ্বালানি তেল বাণিজ্য ও পরিবহনে অনিয়ম ও অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ এসব নিষেধাজ্ঞা আরোপ করে। এর একদিন আগে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার একটি তেলবাহী ট্যাংকার জাহাজ আটক করেছিল।

নিষেধাজ্ঞার ফলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না, সেখানে কোনো সম্পত্তি কিনতে পারবেন না, মার্কিন নাগরিকদের সঙ্গে ব্যবসায়িক লেনদেনেও অংশ নিতে পারবেন না। যুক্তরাষ্ট্রে তাদের যদি কোনো সম্পদ থেকে থাকে, নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত সেগুলো স্থগিত অবস্থায় থাকবে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, মাদুরো ও তার সহযোগীরা যুক্তরাষ্ট্রে মাদক পাচারের মাধ্যমে মার্কিন নাগরিকদের জীবনকে বিপন্ন করেছে।

এর আগে মাদুরোর পরিবার যুক্তরাষ্ট্রের নজরদারির বাইরে ছিল না। মাদক পাচারের অভিযোগে তার দুই ভাগ্নে—কার্লোস ফ্লোরেস ও ইফরাইন ক্যাম্পো—যুক্তরাষ্ট্রে কয়েক বছর কারাদণ্ড ভোগ করেছিলেন। ২০২২ সালের অক্টোবরে সাত মার্কিন নাগরিককে মুক্তি দিলে, বিনিময়ে যুক্তরাষ্ট্রও মাদুরোর ওই দুই ভাগ্নেকে ছেড়ে দেয়।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর