[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

জাপানে ভূমিকম্পে আহত ৩০, বিদ্যুৎবিচ্ছিন্ন ২ সহস্রাধিক বাড়িঘর

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫ ৯:১৫ এএম

২ হাজারের বেশি বাড়িঘর, এর মধ্যে প্রায় ২,৭০০ ঘর

বিদ্যুৎবিচ্ছিন্ন।

ভূমিকম্পটি আঘাত হানে স্থানীয় সময় রাত ১১:১৫ মিনিটে।

এপিসেন্টার ছিল—

আওমোরি জেলার উপকূল থেকে ৮০ কিমি দূরে

সাগরের ৫০ কিমি গভীরে


প্রথমদিকে সুনামি সতর্কতা দেওয়া হলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে।

ভূতত্ত্ববিদদের মতে, নিকট ভবিষ্যতে আরও ভূমিকম্প হতে পারে।

প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি দেশবাসীকে সতর্ক থাকতে এবং কম্পন অনুভূত হলে দ্রুত নিরাপদ স্থানে যেতে পরামর্শ দিয়েছেন।

দুর্যোগ মোকাবিলা বিভাগ তাৎক্ষণিকভাবে আওমোরি ও আশপাশ থেকে প্রায় ৭০ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে।

ভূমিকম্পের কারণে উত্তর ও পূর্বাঞ্চলের ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে।

ক্ষয়ক্ষতি মোকাবিলায় কয়েকটি ‘রেসপন্স অফিস’ খোলা হয়েছে।

জানা যায়, জাপান প্রতি বছর গড়ে প্রায় ১,৫০০ ভূমিকম্প অনুভব করে, কারণ দেশটি রিং অব ফায়ার অঞ্চলে অবস্থিত।

 

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর