ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন যে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি উদ্যোগের দ্বিতীয় ধাপ প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এ নিয়ে বিস্তারিত আলোচনা করতে তিনি এই মাসের শেষ দিকে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা করেছেন।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মেরৎজ–এর সঙ্গে এক যৌথ ব্রিফিংয়ে নেতানিয়াহু বলেন, আলোচনার কেন্দ্রে থাকবে—
গাজায় দীর্ঘ যুদ্ধের স্থায়ী সমাধান,
হামাসের শাসন কাঠামোর ভবিষ্যৎ,
এবং অঞ্চলে নতুন শান্তি ব্যবস্থা গড়ে তোলার উপায়।
ট্রাম্পের শান্তি পরিকল্পনায় যে বিষয়গুলো নিয়ে কাজ এগোচ্ছে:
ইসরায়েলি জিম্মিদের মুক্তি প্রক্রিয়া,
আন্তর্জাতিক তত্ত্বাবধানে একটি অন্তর্বর্তী টেকনোক্র্যাট ফিলিস্তিনি প্রশাসন গঠন,
এবং গাজায় নিরাপত্তা জোরদারের জন্য আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীর ভূমিকা।
নেতানিয়াহুর কার্যালয়ের তথ্য অনুযায়ী, কিছুদিন আগে ট্রাম্প ও নেতানিয়াহুর টেলিফোনে কথা হয়েছে এবং তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকের স্থান এখনো প্রকাশ করা হয়নি।
গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সহিংসতা কমলেও পুরোপুরি থামেনি। যুদ্ধবিরতির পর থেকে হামাস কয়েকজন জিম্মি ও মরদেহ ফেরত দিয়েছে এবং এর বিনিময়ে ইসরায়েলও বিপুল সংখ্যক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। তবে একজন ইসরায়েলি জিম্মির মরদেহ এখনও গাজায় রয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
এসআর
মন্তব্য করুন: