[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও ৩০ দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৫ ৪:১৭ পিএম

যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও কিছু দেশের মানুষের ওপর নতুন

নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশের সংখ্যা ৩০-এরও বেশি। তবে তিনি নির্দিষ্ট কোনো সংখ্যা বা দেশের নাম প্রকাশ করেননি। নোয়েম বলেন, প্রেসিডেন্ট এই তালিকায় থাকা দেশগুলোর পরিস্থিতি নিয়মিতভাবে পর্যালোচনা করছেন।

তাঁকে প্রশ্ন করা হয়, নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশের সংখ্যা কি ট্রাম্প প্রশাসন ৩২–এ উন্নীত করবে? জবাবে তিনি বলেন, এই সংখ্যা ৩০টিরও বেশি হলেও সুনির্দিষ্ট সংখ্যা তিনি উল্লেখ করতে চান না।

নোয়েম আরও জানান, যেসব দেশ স্থিতিশীল সরকার গঠন করতে ব্যর্থ বা যেসব দেশ বাইরের সহায়তা ছাড়া টিকে থাকতে পারে না— সেসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর ভাষায়, “এমন দেশগুলোর নাগরিকদের আমরা কেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেব? আর আমাদের নাগরিকরাই বা কেন সেখানে যাবে?”

গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে এক আফগান শরণার্থীর গুলিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ডের দুই সদস্য নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দ্রুত পদক্ষেপ হিসেবে ১৯টি দেশের অভিবাসন–সংক্রান্ত কার্যক্রম স্থগিত করে যুক্তরাষ্ট্র।

এই ১৯টি দেশ হলো:
আফগানিস্তান, মিয়ানমার, বুরুন্ডি, শাদ, কিউবা, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়াটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লাওস, লিবিয়া, সিয়েরা লিওন, সোমালিয়া, সুদান, টোগো, তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলা এবং ইয়েমেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর