ইয়েমেন ও বাংলাদেশে দীর্ঘমেয়াদি খাদ্য সংকট এবং পানি সুবিধার
অভাব দূর করতে যুক্তরাজ্য ও সৌদি আরব যৌথভাবে নতুন মানবিক কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে। বুধবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১–২ ডিসেম্বর আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক সহায়তা বিষয়ে দুই দেশের তৃতীয় কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ শেষে তারা জানায়—এই নতুন উদ্যোগের মাধ্যমে দুই দেশের সমন্বিত সহায়তা ১০ লাখেরও বেশি ঝুঁকিপূর্ণ মানুষের জন্য নিরাপদ পানি ও খাদ্যপ্রাপ্তির সুযোগ বাড়াবে।
এ ছাড়া ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট (BII) এবং সৌদি উন্নয়ন সংস্থা একসাবের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যা উদ্ভাবনী অর্থায়নের পথ তৈরি করবে এবং ভবিষ্যতে দীর্ঘমেয়াদি যৌথ বিনিয়োগের সম্ভাবনা আরও বাড়াবে। একই সঙ্গে বৈশ্বিক বহুপাক্ষিক সংস্থাগুলোকে আরও কার্যকর ও স্বচ্ছ করার লক্ষ্যে সমন্বিত কাজের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে দুই দেশ।
ব্রিটিশ হাইকমিশনের ভাষ্যে, এই নতুন সহযোগিতা আন্তর্জাতিক সহায়তার ক্ষেত্রে একটি আধুনিক রূপকল্প উপস্থাপন করে—যেখানে উভয় পক্ষ তাদের অভিজ্ঞতা ও সম্পদ একত্রিত করে জীবনরক্ষাকারী সহায়তার প্রভাব বাড়াতে চায়।
এসআর
মন্তব্য করুন: