[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

ভারতে ২৪ ঘণ্টার মধ্যে আঘাত হানবে ঘূর্ণিঝড় ডিটওয়াহ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫ ১২:৫৭ পিএম

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ আগামী ২৪ ঘণ্টার

মধ্যেই ভারতের তামিলনাড়ু উপকূলে পৌঁছাবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)।
শনিবার সকালে ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, ঘূর্ণিঝড়টি কারাইকাল অঞ্চল থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে অবস্থান করছিল এবং তা ক্রমেই উত্তর তামিলনাড়ু–দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।

আবহাওয়াবিদদের ধারণা, রবিবার ভোরের আগেই উপকূলীয় এলাকায় ঝড়টি আছড়ে পড়বে।

এরই মধ্যে ডিটওয়াহর প্রভাবে শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দেশটিতে অন্তত ৮০ জনের মৃত্যু হয়েছে এবং আরও ২০ জন নিখোঁজ রয়েছেন। হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিচ্ছেন। ভূমিধস, ঘরবাড়ি ডুবে যাওয়া এবং গাছপালা উপড়ে পড়ায় উদ্ধারকর্মীরা নানান দুর্গম এলাকায় আটকে পড়া মানুষকে সরিয়ে নিতে কাজ করছেন।

ভারতের দক্ষিণাঞ্চলেও ঘূর্ণিঝড়জনিত প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় তামিলনাড়ু সরকার আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, বিপর্যয় ব্যবস্থাপনা দল মোতায়েনসহ নানা ব্যবস্থা গ্রহণ করেছে।

আগাম সতর্কতা হিসেবে ইন্ডিগো তাদের কয়েকটি ফ্লাইট বাতিল করেছে। একই কারণে গত শুক্রবার রাতে রামআশ্রম–ওখা এক্সপ্রেস ট্রেনের যাত্রা স্থগিত করা হয়, কারণ পাম্বন ব্রিজের ওপর ঝোড়ো বাতাস বইছিল।

ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে অবস্থান করলেও এর উল্লেখযোগ্য কোনো প্রভাব বাংলাদেশের ওপর পড়ার আশঙ্কা নেই। মূল আঘাতটি তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় সীমিত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর