[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

পাকিস্তানে ভূমিকম্প, তীব্র কম্পনে ঘর থেকে বেরিয়ে গেলেন মানুষ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫ ১২:৪৫ পিএম

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের লোরালাই জেলায় ভূমিকম্প

অনুভূত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকালেই হঠাৎ তীব্র দুলুনি টের পেয়ে অনেক মানুষ আতঙ্কে ঘরবাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন বলে ডেইলি অসাফের প্রতিবেদন জানায়।

ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৫। শক্তি তুলনামূলক কম হলেও কম্পন ছিল বেশ স্পষ্ট। প্রায় ২০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি ঘটে এবং কেন্দ্রবিন্দু ছিল লোরালাই শহরের দক্ষিণ–দক্ষিণপূর্ব দিকে প্রায় ২৩ কিলোমিটার দূরে।

কম্পনের পর পুরো এলাকায় স্বল্প সময়ের জন্য আতঙ্ক সৃষ্টি হয়। অনেকে নিরাপত্তার কারণে ঘর ও কর্মস্থান ছেড়ে বাইরে অবস্থান নেন। তবে সাম্প্রতিক এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত হওয়া যায়নি।

পাকিস্তান ও প্রতিবেশী আফগানিস্তান ভৌগোলিকভাবে ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। এসব অঞ্চলে মাঝেমধ্যেই ভূমিকম্প অনুভূত হয়। দেশটিতে ২০০৫ সালে সংঘটিত বিধ্বংসী ভূমিকম্পে ৭৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল, যা পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পগুলোর একটি।

এছাড়া বেলুচিস্তানে সর্বশেষ বড় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে ২০২৪ সালের ১ অক্টোবর। গভীর রাতে হওয়া ৫.৫ মাত্রার সেই ভূমিকম্পে ছয়জন প্রাণ হারান এবং আহত হন কমপক্ষে ১৫ জন। বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল, বিশেষ করে কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর