[email protected] বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
৩ পৌষ ১৪৩২

হংকংয়ে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৫৫

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫ ২:১৯ পিএম

হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুর

সংখ্যা বেড়ে ৫৫ জনে পৌঁছেছে। গত ২৬ নভেম্বর, বুধবার উত্তরাঞ্চলের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট এলাকায় ভয়াবহ এই আগুন ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ৫১ জন ঘটনাস্থলেই মারা যান এবং ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান। এছাড়া ১২৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৮ জন দমকল কর্মী।

এর আগে ২৭৯ জনকে নিখোঁজ হিসেবে উল্লেখ করা হলেও নতুন তথ্যে সে বিষয়ে কোনো আপডেট দেওয়া হয়নি।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কমপ্লেক্সের অন্তত তিনটি আবাসিক ভবনের বাঁশের মাচায় আগুনের সূত্রপাত ঘটে, যা দ্রুতই বড় পরিসরে ছড়িয়ে পড়ে। আটটি ব্লকের এই বিশাল কমপ্লেক্সে প্রায় ২ হাজার ফ্ল্যাট রয়েছে।

আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, দমকল বাহিনীকে ১৫ ঘণ্টার বেশি সময় ধরে আগুনের সঙ্গে লড়াই করতে হয়েছে।

ঘটনার পর এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে—যাদের সবাই একটি নির্মাণ প্রতিষ্ঠানের কর্মকর্তা। এদের মধ্যে দুজন পরিচালক এবং একজন পরামর্শক।

পুলিশ জানিয়েছে, আগুন অস্বাভাবিক গতিতে ছড়ানোর পেছনে ভবনের ভেতরে পাওয়া পলিস্টাইরিন ও অন্যান্য দাহ্য উপকরণ ভূমিকা রেখেছে। এছাড়া নিরাপত্তার জন্য ব্যবহৃত জাল, ক্যানভাস ও প্লাস্টিক কভারগুলো মানসম্মত ছিল না, যা আগুন নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করেছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর