[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

ইউক্রেন শান্তি পরিকল্পনায় বড় অগ্রগতি, শিগগির সমাধানের আশা যুক্তরাষ্ট্রের

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫ ১০:৪৫ এএম

রাশিয়া–ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি

পরিকল্পনা নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত বৈঠকে বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। যদিও খসড়া পরিকল্পনার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো মতপার্থক্য রয়ে গেছে।

রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ইউক্রেনে প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র যে পরিকল্পনাটি নিয়ে কাজ করছে, তাতে “অসাধারণ অগ্রগতি” হয়েছে। জেনেভায় সাংবাদিকদের তিনি বলেন, “আমরা সত্যিই অনেকদূর এগিয়েছি। খুব অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে আরও অগ্রসর হতে পারব বলে আমি আশাবাদী।”

রুবিও জানান, ন্যাটোর ভূমিকা এবং ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা–সংক্রান্ত কিছু ইস্যু এখনো বাকি থাকলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ২৮ দফা শান্তি পরিকল্পনার জটিল বহু বিষয়ে মতপার্থক্য কমেছে।

ইউক্রেনের প্রতিনিধি দলের প্রধান আন্দ্রি ইয়ারমাকও বলেন, আলোচনা “খুব ভালোভাবে” এগোচ্ছে এবং তারা “ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির দিকে অগ্রসর হচ্ছে”।

সম্প্রতি ট্রাম্প অভিযোগ করেন যে, যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রতি ইউক্রেন যথেষ্ট কৃতজ্ঞতা দেখায় না। এর পরপরই ইউক্রেনীয় কর্মকর্তারা ওয়াশিংটনকে ধন্যবাদ জানাতে শুরু করেন। প্রেসিডেন্ট জেলেনস্কি এক্স–এ পোস্ট করে যুক্তরাষ্ট্র ও ব্যক্তিগতভাবে ট্রাম্পকে ধন্যবাদ জানান, যেহেতু মার্কিন সহায়তা “ইউক্রেনের প্রাণ বাঁচাচ্ছে”।

সিবিএস নিউজ জানিয়েছে, জেলেনস্কি শিগগিরই ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য যুক্তরাষ্ট্র সফর করতে পারেন।

বৃহস্পতিবারের মধ্যে সমঝোতা সম্ভব কি না—এমন প্রশ্নে রুবিও বলেন, “আমাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব এটি শেষ করা।” তিনি প্রস্তাবিত মার্কিন পরিকল্পনাকে “পরিবর্তনশীল নথি” হিসেবে উল্লেখ করে জানান, এটি সংশোধন হতে থাকবে এবং চূড়ান্ত প্রস্তাব মস্কোর কাছেও উপস্থাপন করা হবে।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, মার্কিন পরিকল্পনা ভবিষ্যৎ শান্তি চুক্তির “ভিত্তি” হতে পারে। তবে ইউক্রেন আলোচনা থেকে সরে এলে আরও ভূখণ্ড দখলের হুমকি দেন তিনি।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর