দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের উপকূলীয় অঞ্চলে
রোববার (২৩ নভেম্বর) সকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। কম্পনটি স্থানীয় সময় সকাল ১০টা ৩৯ মিনিটে অনুভূত হয়।
মিয়ানমারের সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী থাইল্যান্ডেও ভূকম্পন টের পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল দাওই শহরের পশ্চিম-দক্ষিণপশ্চিমে প্রায় ২৬৭ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে আনুমানিক ১০ কিলোমিটার গভীরে।
প্রাথমিক বিশ্লেষণে বিশেষজ্ঞরা মনে করছেন, শুক্রবার বাংলাদেশে যে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল, আজকের কম্পনটি তারই পরবর্তী ধাক্কা বা আফটারশক হতে পারে।
এসআর
মন্তব্য করুন: