[email protected] মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
৫ কার্তিক ১৪৩২

স্কুল ও বিমানবন্দর বন্ধ ঘোষণা

এশিয়ায় ধেয়ে আসছে সুপার টাইফুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১:৫০ পিএম

সংগৃহীত ছবি

ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘রাগাসা’।

এর প্রভাবে হংকংয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল ও বিমানবন্দর। উপকূলীয় এলাকায় শুরু হয়েছে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কার্যক্রম।

সোমবার (২২ সেপ্টেম্বর) সাউথ চায়না মর্নিং পোস্ট-এর প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত হংকং আন্তর্জাতিক বিমানবন্দর পুরোপুরি বন্ধ থাকবে। এ সময় সব ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। যদিও টার্মিনাল খোলা থাকবে, তবে বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল ও বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে।

হংকং অবজারভেটরি সোমবার দুপুরে ১ নম্বর টাইফুন সতর্কতা সংকেত জারি করে। রাতের মধ্যে সেটি ৩ নম্বরে উন্নীত হবে এবং মঙ্গলবার দুপুরের মধ্যে ৮ নম্বর সতর্কতা জারি হতে পারে।

সরকার মঙ্গলবার ও বুধবার দুই দিন প্রাথমিক, মাধ্যমিক ও কিন্ডারগার্টেন স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

আবহাওয়া দপ্তর জানায়, সোমবার ভোরে ফিলিপাইনের লুজোন প্রণালী অতিক্রম করেছে টাইফুনটি। এ সময় কেন্দ্রস্থলে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৩০ কিলোমিটার রেকর্ড করা হয়। ‘রাগাসা’ শব্দটি ফিলিপিনো ভাষায় ‘দ্রুতগতি’ অর্থে ব্যবহৃত হয়।

আবহাওয়াবিদ চয় চুন-উইং সতর্ক করে বলেন, রাগাসার ব্যাপক বিস্তার ও দ্রুত গতির কারণে হংকংসহ গুয়াংডং উপকূল বড় ধরনের ঝুঁকিতে রয়েছে। এটি সরাসরি হংকংয়ে আঘাত না হানলেও ২০১৮ সালের টাইফুন মাংখুতের চেয়েও বেশি প্রভাব ফেলতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, টাইফুনের প্রভাবে সমুদ্রের জোয়ার ভয়াবহ আকার ধারণ করতে পারে। তলো হারবারে জোয়ারের উচ্চতা ৪ থেকে ৫ মিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে। লেই ইউ মুন, হেং ফা চুয়েন, তুয়েন মুন এবং তাই ও-সহ নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

হংকংয়ের প্রধান নির্বাহী জন লি কা-চিউ জানিয়েছেন, জরুরি পর্যবেক্ষণ ও সহায়তা কেন্দ্র সক্রিয় করা হয়েছে। সব মন্ত্রণালয় ও বিভাগকে প্রস্তুতি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের মতে, বুধবার সকালে রাগাসা হংকংয়ের সবচেয়ে কাছাকাছি অবস্থান করবে। নাগরিকদের এ সময়ের মধ্যে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর