আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। সরকারের অনুমোদন অনুযায়ী মোট ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির সুযোগ পেয়েছেন দেশের ৩৭ জন রপ্তানিকারক।
প্রতি কেজির মূল্য ধরা হয়েছে ১২ দশমিক ৫০ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ৫২৫ টাকা।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ১টার দিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালানে ৬টি প্রতিষ্ঠান ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ ভারতে পাঠিয়েছে। মৎস্য অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ অক্টোবরের মধ্যে রপ্তানি কার্যক্রম শেষ করতে হবে। গত বছর ২ হাজার ৪২০ টনের অনুমতি দেওয়া হলেও রপ্তানি হয়েছিল মাত্র ৫৩২ টন।
ভারতের অনুরোধে এবারের রপ্তানি অনুমোদন দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ব্যবসায়ীরা মনে করছেন, এ উদ্যোগ দুই দেশের বাণিজ্য ও সৌহার্দ্য সম্পর্ক আরও জোরদার করবে।
তবে সাধারণ ক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ কম থাকায় ইতোমধ্যে দাম বেড়ে গেছে। এক মাস আগে যেখানে প্রতিকেজি ইলিশ বিক্রি হতো ১ হাজার ৪০০–১ হাজার ৫০০ টাকায়, বর্তমানে তা ২ হাজার ২০০–২ হাজার ৫০০ টাকায় পৌঁছেছে।
বেনাপোল বাজারের এক বিক্রেতা জানান, সরবরাহ ঘাটতির কারণে দাম বৃদ্ধি পেয়েছে, রপ্তানিও এতে প্রভাব ফেলছে। অন্যদিকে রপ্তানিকারক সাইফুল ইসলাম বলেন, ইলিশ রপ্তানি দীর্ঘমেয়াদে দুই দেশের সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলবে।
বেনাপোল স্থলবন্দরের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার সজীব সাহা জানান, মান পরীক্ষার পর প্রথম চালানের অনুমতি দেওয়া হয়েছে। বন্দর পরিচালক শামিম হোসেন বলেন, কাগজপত্র যাচাই শেষে দ্রুত ছাড়করণে সহযোগিতা করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: