ইসরায়েলি সেনারা পশ্চিম তীরে ব্যাপক অভিযান চালিয়ে একদিনে এক হাজারেরও বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে।
একইসঙ্গে গাজায় অব্যাহত বিমান হামলায় নতুন করে হতাহতের ঘটনা ঘটেছে। খবর শাফাক নিউজের।
টুলকার্মের গভর্নর জানান, শুক্রবার (১২ সেপ্টেম্বর) একযোগে পরিচালিত অভিযানে সেনারা অন্তত এক হাজার ফিলিস্তিনিকে আটক করে।
অন্যদিকে, রামাল্লার কাছে আইন ইয়াবরুদ এলাকায় চারজন ইসরায়েলি বসতি স্থাপনকারী একটি ডাউন সিনড্রোম আক্রান্ত ফিলিস্তিনি যুবককে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।
গাজার আল-আওয়দা হাসপাতালের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত ও অন্তত ৩৮ জন আহত হয়েছেন। হামলাগুলো হয়েছে মানবিক সহায়তার লাইনে দাঁড়ানো সাধারণ মানুষ ও মধ্য গাজার কয়েকটি আবাসিক এলাকায়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৭০০ জনে। ক্ষুধা ও অপুষ্টিতে মারা গেছে অন্তত ৩৮৭ জন, যাদের মধ্যে ১৩৮ শিশু রয়েছে।
এদিকে জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ সতর্ক করেছে, গাজার মানুষ এখনও "কোনো নিরাপদ আশ্রয় ছাড়া" চরম খাদ্য সংকটে বন্দি হয়ে আছে।
এসআর
মন্তব্য করুন: