ভারতের রাজধানী দিল্লিতে মোঘল সম্রাট হুমায়ুনের ঐতিহাসিক সমাধির একটি অংশ ধসে পড়েছে।
এতে অন্তত ৫ জন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সমাধির গম্বুজের একটি অংশ ভেঙে পড়ে। এ সময় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন প্রায় ১২-১৫ জন দর্শনার্থী।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট উদ্ধার অভিযান চালিয়ে ১২ জনকে বের করে আনে। এর মধ্যে পাঁচজনকে মৃত ঘোষণা করা হয়।
১৬শ শতকের মধ্যভাগে নির্মিত হুমায়ুনের সমাধি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং দিল্লির অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। ২০২৪ সালের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত এখানে প্রায় ১ লাখ ৮৫ হাজার দেশি-বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন।
স্থাপনাটির সংরক্ষণে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ দপ্তর (এএসআই) ও আগা খান ট্রাস্ট ফর কালচার যৌথভাবে দীর্ঘমেয়াদি সংস্কার প্রকল্প পরিচালনা করেছে।
তবে শুক্রবারের দুর্ঘটনার পর এই ঐতিহাসিক স্থাপনাটির কাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
ধসের কারণ এখনো জানা যায়নি। উদ্ধার কাজ শেষ হলে অবশিষ্ট কাঠামোর জরিপ ও মূল্যায়ন শুরু হবে বলে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে।
এসআর
মন্তব্য করুন: