[email protected] মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
৪ ভাদ্র ১৪৩২

দুই কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ আগষ্ট ২০২৫ ৩:১২ পিএম

সংগৃহীত ছবি

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ২ শতাংশ বেড়ে এক সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ বৃদ্ধির পেছনে দুটি প্রধান কারণ হলো—আগামী মাসে যুক্তরাষ্ট্রের সুদের হার কমার সম্ভাবনা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক ঘিরে সৃষ্ট উত্তেজনা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) লেনদেন শেষে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২১ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৬ দশমিক ৮৪ ডলার। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) বেড়েছে ব্যারেলপ্রতি ১ দশমিক ৩১ ডলার বা ২ দশমিক ১ শতাংশ, যা দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৯৬ ডলারে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইউক্রেন ইস্যুতে সমঝোতা না হলে রাশিয়ার বিরুদ্ধে ‘কঠোর পদক্ষেপ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এতে রাশিয়ান তেল ক্রেতাদের ওপর চাপ বাড়তে পারে, যা বৈশ্বিক বাজারে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে।

এদিকে, সেপ্টেম্বরে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে—এমন প্রত্যাশা বিনিয়োগকারীদের তেলের চাহিদা বৃদ্ধির আশাবাদ জুগিয়েছে।

এছাড়া বিশ্ব তেল সরবরাহের প্রায় ২ শতাংশ সরবরাহকারী নরওয়ে ২০২৬ সাল থেকে তেল ও গ্যাস খাতে বিনিয়োগ কমানোর পরিকল্পনা করছে বলে জানা গেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর