চলমান অর্থনৈতিক সংকট ও মুদ্রাস্ফীতির চাপ সামলাতে জাতীয় মুদ্রা রিয়ালের মান পুনর্নির্ধারণে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে ইরান।
নতুন পরিকল্পনায়, রিয়াল থেকে চারটি শূন্য বাদ দেওয়া হবে। অর্থাৎ, বর্তমানে যে ১০ হাজার রিয়ালের একটি নোট রয়েছে, তা নতুন নিয়মে হবে ১ রিয়াল।
রোববার (৩ আগস্ট) দেশটির পার্লামেন্টের অর্থনৈতিক কমিশন এই প্রস্তাবের অনুমোদন দিয়েছে। কমিশনের ভাষ্য অনুযায়ী, মুদ্রার অবমূল্যায়ন, লাগামহীন মূল্যস্ফীতি এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট অর্থনৈতিক চাপ মোকাবিলায় এটি একটি কৌশলগত সিদ্ধান্ত।
কমিশনের চেয়ারম্যান শামসেদ্দিন হোসেইনি বলেন, "এই পরিবর্তনের ফলে আর্থিক লেনদেন সহজ হবে এবং সাধারণ মানুষের জন্য দৈনন্দিন লেনদেন আরও স্বচ্ছ ও কার্যকর হবে।"
নতুন ব্যবস্থায় মুদ্রার নাম ‘রিয়াল’ অপরিবর্তিত থাকলেও, ১ নতুন রিয়ালের সমান হবে পূর্ববর্তী ১০ হাজার রিয়াল। প্রায় ৯ কোটি ১৫ লাখ জনসংখ্যার দেশের জন্য এই পদক্ষেপ অর্থনীতিতে স্বস্তি আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে এই প্রস্তাব কার্যকর করতে পার্লামেন্টের পূর্ণাঙ্গ অধিবেশন এবং গার্ডিয়ান কাউন্সিলের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন হবে। কবে নাগাদ এই ভোট অনুষ্ঠিত হবে, তা এখনও নির্ধারিত হয়নি।
এসআর
মন্তব্য করুন: