[email protected] রবিবার, ৩ আগস্ট ২০২৫
১৯ শ্রাবণ ১৪৩২

৫ আগস্ট ইমরান খানের মুক্তির দাবিতে দেশব্যাপী আন্দোলনে নামছে পিটিআই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ আগষ্ট ২০২৫ ৫:৪৪ পিএম

সংগৃহীত ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে ৫ আগস্ট দেশজুড়ে আন্দোলনে নামছে দলটি।

এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা ও জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সার।

রোববার (৩ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,

“এই আন্দোলন হবে শান্তিপূর্ণ এবং আইনের সীমার মধ্যে। আমরা কোনো ধরনের সংঘাতে যেতে চাই না, চাই ন্যায়বিচার। দলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর নিরপেক্ষ বিচার চাই।”

পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম জিও নিউজ জানায়, ২০২৩ সালের ৫ আগস্ট গ্রেফতার হয়েছিলেন ইমরান খান। দিনটি পিটিআইয়ের জন্য রাজনৈতিক সংগ্রামের একটি প্রতীকী মাইলফলকে পরিণত হয়েছে। এ উপলক্ষে দলটি নতুন করে আন্দোলনের ডাক দিয়েছে।

আসাদ কায়সার আরও বলেন,

“ইমরান খানের মুক্তি যদি কেউ চায়, তবে তা এক ঘণ্টার মধ্যেই সম্ভব। কিন্তু তিনি আপসহীন অবস্থানে আছেন, কোনো ছাড় দেবেন না।”

এর আগে ইমরান খান দলের সব নেতা-কর্মীকে ৫ আগস্টের কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভ্যন্তরীণ বিরোধ ভুলে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে পিটিআই নেতার নির্দেশে খাইবার পাখতুনখাওয়া (কে-পি) প্রদেশের মুখ্যমন্ত্রী আলি আমিন গান্ডাপুরের পদত্যাগ নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।

কে-পি সরকারের মুখপাত্র ফারাজ মুগল জানিয়েছেন,

“প্রাদেশিক সরকার ইমরান খানের নেতৃত্বে পূর্ণ আস্থা রাখে। তিনি চাইলে গান্ডাপুর সঙ্গে সঙ্গে পদত্যাগ করবেন।”

তবে গান্ডাপুরের পদত্যাগের বিষয়ে ইমরান খানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। জিও নিউজ সূত্রের বরাতে জানা গেছে, ইমরান খান বলেছেন,

“যদি গান্ডাপুর খাইবার পাখতুনখাওয়ায় শান্তি নিশ্চিত করতে ব্যর্থ হন, তবে তাকে দায়িত্ব ছাড়তে হবে।”

২০২৫ সালের প্রথম সাত মাসে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সন্ত্রাসী হামলার হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। পুলিশি পরিসংখ্যান অনুযায়ী, এ সময়ে ৪৭৬টি হামলায় প্রাণ হারিয়েছেন ১২১ জন বেসামরিক নাগরিক এবং আহত হয়েছেন অন্তত ৩০১ জন।

নিহতদের মধ্যে আছেন—

  • ৬৬ জন পুলিশ সদস্য
  • ১০ জন লেভিস সদস্য
  • ৪৮ জন ফ্রন্টিয়ার কর্পস সদস্য
  • ৫৫ জন অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্য

এমন প্রেক্ষাপটে পিটিআইয়ের ঘোষিত আন্দোলন ঘিরে সারা দেশে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা সংকটের এই সময় ইমরান খানের মুক্তির দাবিতে আয়োজিত আন্দোলন কতটা জনসমর্থন ও প্রভাব তৈরি করতে পারে, তা এখন সারাদেশের নজরে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর