[email protected] রবিবার, ৩ আগস্ট ২০২৫
১৮ শ্রাবণ ১৪৩২

রাশিয়ার কাছাকাছি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২ আগষ্ট ২০২৫ ১২:৪১ পিএম
আপডেট: ০২ আগষ্ট ২০২৫ ১২:৪২ পিএম

সংগৃহীত ছবি

সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের ‘উসকানিমূলক’ মন্তব্যে ক্ষুব্ধ হয়ে দুটি পারমাণবিক সাবমেরিন রাশিয়ার কাছাকাছি মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১ আগস্ট) স্থানীয় সময় নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট দিয়ে ট্রাম্প জানান, মেদভেদেভের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এই পদক্ষেপ নিয়েছেন।

মেদভেদেভ একদিন আগে ট্রাম্পকে সতর্ক করে বলেন, “কল্পিত ডেড হ্যান্ড কতটা ভয়ংকর হতে পারে, সে বিষয়ে সচেতন থাকা উচিত।” এ মন্তব্যে মূলত সোভিয়েত যুগের স্বয়ংক্রিয় পারমাণবিক প্রতিশোধ ব্যবস্থা ‘ডেড হ্যান্ড’-এর প্রতি ইঙ্গিত করা হয়।

ট্রাম্প তার প্রতিক্রিয়ায় লেখেন, “দুটি পারমাণবিক সাবমেরিন যথাযথ স্থানে মোতায়েনের নির্দেশ দিয়েছি। মেদভেদেভের মন্তব্য শুধু বোকামিপূর্ণ নয়, বরং অতিমাত্রায় উত্তেজক।”

তিনি আরও বলেন, “শব্দের গুরুত্ব অপরিসীম—এগুলো প্রায়ই অপ্রত্যাশিত পরিণতি বয়ে আনতে পারে। আশা করি, এবার তেমন কিছু হবে না।”

সম্প্রতি বিভিন্ন ইস্যুতে ট্রাম্প ও মেদভেদেভের মধ্যে বাকযুদ্ধ চরমে পৌঁছেছে। বর্তমানে মেদভেদেভ রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর