[email protected] রবিবার, ৩ আগস্ট ২০২৫
১৮ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশের ওপর নিবিড় নজর রাখছি - জয়শঙ্কর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ আগষ্ট ২০২৫ ১২:৪৫ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশকে ঘিরে ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ চালাচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।

ভারতের জাতীয় স্বার্থ ও অভ্যন্তরীণ নিরাপত্তার দিক বিবেচনায় এ মনোযোগ জরুরি বলেও মন্তব্য করেছেন তিনি।

ভারতের লোকসভায় চলমান বর্ষাকালীন অধিবেশনে এক বিজেপি সংসদ সদস্য দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সালতানাত-ই-বাংলা’ নামের একটি গোষ্ঠী ‘গ্রেটার বাংলাদেশ’ শিরোনামে একটি মানচিত্র প্রকাশ করেছে, যেখানে ভারতের কিছু রাজ্যকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়। তিনি বলেন, এই গোষ্ঠী তুরস্কভিত্তিক এনজিও তার্কিশ ইউথ ফেডারেশনের মদদপুষ্ট।

জবাবে জয়শঙ্কর জানান, এ বিষয়ে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঢাকার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ইতিহাসভিত্তিক প্রদর্শনীতে মধ্যযুগীয় বাংলার একটি মানচিত্র দেখানো হয়েছিল।

আয়োজকরা নিশ্চিত করেছেন, এর সঙ্গে কোনো বিদেশি সংস্থা জড়িত নয়। ‘সালতানাত-ই-বাংলা’ নামে কোনো সংগঠনের অস্তিত্বও বাংলাদেশে নেই বলে জানানো হয়েছে।

জয়শঙ্কর বলেন, “আমরা অভ্যন্তরীণ নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। এ ধরনের বিষয়ে বাংলাদেশকে ঘিরে আমাদের মনোযোগ ও সতর্কতা অব্যাহত রয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর