[email protected] রবিবার, ৩ আগস্ট ২০২৫
১৮ শ্রাবণ ১৪৩২

রাশিয়ায় ৪৯ আরোহী নিয়ে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫ ২:০৮ পিএম

সংগৃহীত ছবি

রাশিয়ার আমুর অঞ্চলে ৪৯ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে।

নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার (২৪ জুলাই) বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

ফরাসি বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে জানানো হয়েছে, বিধ্বস্ত বিমানটি আন-২৪ মডেলের এবং এটি সাইবেরিয়াভিত্তিক এয়ারলাইন্স 'আঙ্গারা' পরিচালনা করছিল। বিমানটি চীন সীমান্তবর্তী টাইন্দা শহরের দিকে যাত্রা করেছিল।

রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, রোসাভিয়াতসিয়ার (রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ) একটি এমআই-৮ হেলিকপ্টার অনুসন্ধানের সময় আগুনে পুড়ে যাওয়া বিমানের ফিউসেলাজ দেখতে পায়।

এর আগে বৃহস্পতিবার সকালে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর থেকে তল্লাশিতে বিমান, হেলিকপ্টার ও স্থল বাহিনী যুক্ত ছিল।

আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলোভ জানিয়েছেন, বিমানে ৫ শিশুসহ মোট ৪৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন।
তিনি আরও বলেন, “এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছি এবং প্রত্যেক আরোহীর পরিবারের পাশে আছি।”

বিমান বিধ্বস্তের কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও রুশ কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর