[email protected] রবিবার, ৩ আগস্ট ২০২৫
১৮ শ্রাবণ ১৪৩২

খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ নেতানিয়াহু, বিশ্রামে তিন দিন

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২০ জুলাই ২০২৫ ১১:০২ পিএম

সংগৃহীত ছবি

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

রোববার (২০ জুলাই) এক বিবৃতিতে কার্যালয় জানায়, ৭৫ বছর বয়সী নেতানিয়াহু শনিবার রাতে অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

পরীক্ষায় তার অন্ত্রে প্রদাহ ও পানিশূন্যতা ধরা পড়ে। এরপর চিকিৎসকরা রক্তনালীর মাধ্যমে শরীরে তরল পদার্থ সরবরাহ শুরু করেন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী তিন দিন তিনি বাসায় বিশ্রামে থাকবেন। তবে এই সময় তিনি বাসা থেকেই দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন বলে জানানো হয়েছে।

এর আগে ২০২৩ সালে নেতানিয়াহুর শরীরে পেসমেকার স্থাপন করা হয়। গত বছর ডিসেম্বর মাসে মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়ার পর চিকিৎসকরা তার প্রোস্টেট অপসারণ করেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর