[email protected] রবিবার, ৩ আগস্ট ২০২৫
১৯ শ্রাবণ ১৪৩২

ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার চেষ্টা করলে ফের হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন ২০২৫ ৮:২১ পিএম

সংগৃহীত ছবি

ইরান যদি আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালু করে, তাহলে যুক্তরাষ্ট্র ফের সামরিক হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২৫ জুন) নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। খবর— টাইমস অব ইসরায়েল।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “অবশ্যই হামলা চালানো হবে। আমি মনে করি না, তারা আবার এই কর্মসূচিতে ফিরবে।”
তিনি আরও বলেন, “ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার চেষ্টা করবে— তারা ক্ষতি পুষিয়ে নিতে চাইবে। কিন্তু তাদের কোনোভাবেই পরমাণু অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।"

ইরানের পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক মার্কিন হামলার প্রভাব ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প বলেন, “তাদের স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে।

হামলার পর তারা ঘটনাস্থলে গিয়ে বুঝেছে কী হয়েছে। এর পরই তারা সিদ্ধান্ত নেয় থেমে যাওয়ার। আমরা যদি এটা না করতাম, তারা অস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে যেত।"

দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের পরমাণু হামলার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, “আমি হিরোশিমা-নাগাসাকির উদাহরণ দিতে চাই না, তবে পরিস্থিতি ছিল অনেকটা সেরকমই। তখন যেমন যুদ্ধ থেমেছিল, এবারও তেমনটাই হয়েছে।"

ট্রাম্পের মতে, মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক কর্মসূচিতে বড় ধরণের বিঘ্ন ঘটেছে এবং এই অবস্থায় তাদের পক্ষে পুনরায় কার্যক্রম শুরু করা কঠিন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর