[email protected] রবিবার, ৩ আগস্ট ২০২৫
১৯ শ্রাবণ ১৪৩২

৪৮ ঘণ্টায় ৪৪ ইসরায়েলি ড্রোন ভূপাতিত- ইরান

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন ২০২৫ ১:০২ এএম

সংগৃহীত ছবি

গত ৪৮ ঘণ্টায় ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের চেষ্টা করা ইসরায়েলের ৪৪টি ড্রোন ও কোয়াডকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে তেহরান।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে এই তথ্য জানানো হয়েছে।

ইরানি সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার আহমাদ আলি জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সক্রিয় অবস্থানে রয়েছে প্রতিরক্ষা বাহিনী। তিনি বলেন, “ইসরায়েলি গোয়েন্দা ড্রোন ও কোয়াডকপ্টার বারবার ইরানের সীমান্ত অতিক্রমের চেষ্টা করছে। গত ৪৮ ঘণ্টায় অন্তত ৪৪টি ড্রোন গুলি করে নামানো হয়েছে।”

এদিকে আইআরএনএ'র বরাতে আলজাজিরা জানায়, তেহরানের বিভিন্ন এলাকায় ইসরায়েল-সম্পৃক্ত নাশকতাকারীরা একাধিক গাড়িবোমা বিস্ফোরণ ঘটিয়েছে। এর জবাবে ইরান থেকে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে অন্তত ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ইসরায়েলের বিমান হামলার জবাবে ইরানের রাজধানী তেহরানের উত্তরাঞ্চল তাজরিশ স্কয়ারে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। হামলার ফলে এলাকায় পানির পাইপ ফেটে গেছে এবং পয়োনিষ্কাশন ব্যবস্থায় তীব্র ক্ষয়ক্ষতি হয়েছে। এতে সড়কে পানি জমে যায় এবং জনজীবনে দুর্ভোগ নেমে আসে।

বিবিসি আরও জানায়, তাজরিশ স্কয়ারে ক্ষয়ক্ষতির প্রমাণ পাওয়া গেছে ভিডিও ফুটেজের মাধ্যমে। ধোঁয়ার ঘন কুণ্ডলী তেহরানের আকাশে ছড়িয়ে পড়তে দেখা গেছে। ভিডিও বিশ্লেষণে বিস্ফোরণের মাত্রা ও পরিধি স্পষ্ট হয়ে ওঠে।

বিশ্লেষকদের মতে, আঞ্চলিক উত্তেজনা চরমে পৌঁছেছে এবং এই সংঘাত আরও বিস্তৃত আকার নিতে পারে। মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর