[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

বাংলাদেশিকে ধরতে এসে পা ধরে মাফ চাইলো বিএসএফ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৫ ২:০৬ এএম

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর স্থানীয়দের হাতে আটক হয়ে ক্ষমা চেয়েছেন ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) দুই সদস্য।

মঙ্গলবার (২৯ এপ্রিল) অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি তার ভেরিফায়েড ফেসবুক পেজে ঘটনাটির একটি ভিডিও প্রকাশ করে।

তিনি জানান, সম্প্রতি দুই বিএসএফ সদস্য অস্ত্রসহ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছান।

পরে সাধারণ মানুষ ও বিজিবি সদস্যদের সহযোগিতায় বিএসএফ সদস্যদের আটক করা হয়। ক্ষমা চাওয়ার পর কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে তাদের নিজ দেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় বলে জানান জুলকারনাইন।

তিনি আরও দাবি করেন, ভিডিওটি এবং এতে প্রকাশিত ঘটনা বিজিবি কর্তৃপক্ষ দ্বারা যাচাই-বাছাই করা হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ধস্তাধস্তির একপর্যায়ে বিএসএফ সদস্যরা মাটিতে পড়ে যান এবং নিজেদের রক্ষা করতে বিজিবি সদস্যদের কাছে করজোড়ে ক্ষমা চান।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর