[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

ট্রাম্পের প্রথম ১০০ দিনেই অস্থির বিশ্বমঞ্চ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৫ ৮:১৪ পিএম

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম ১০০ দিন অতিক্রম করলেন রাজনৈতিক নাটকীয়তা, বৈশ্বিক উদ্বেগ এবং বিতর্কিত সিদ্ধান্তের মধ্য দিয়ে।

এই সংক্ষিপ্ত সময়েই বিশ্বজুড়ে উদ্বেগ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। একদিকে যুদ্ধ বিরোধী স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে, অন্যদিকে চীনের ওপর উচ্চ শুল্কারোপ করে তিনি বিশ্ব অর্থনীতিকে টালমাটাল করে তুলেছেন। বাণিজ্যযুদ্ধ উসকে দেওয়ার পাশাপাশি ইরানের ওপরও চাপ বাড়িয়েছেন তিনি—ফলে গোটা বিশ্ব যেন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে পড়েছে।

ট্রাম্পের আগ্রাসী নীতির প্রভাব পড়েছে শুধু বাণিজ্যেই নয়; যুক্তরাষ্ট্রের সাংবিধানিক কাঠামো, শিক্ষানীতি এবং পরিবেশনীতি পর্যন্ত পড়েছে তার ধাক্কায়। নির্বাহী ক্ষমতা প্রসারে তার বেপরোয়া পদক্ষেপ, রাজনৈতিক প্রতিপক্ষকে হুমকি দেওয়া এবং প্রাতিষ্ঠানিক কাঠামো ভেঙে ফেলার চেষ্টা নিয়ে দেশ-বিদেশে তৈরি হয়েছে ব্যাপক সমালোচনার ঝড়।

মাত্র ১০০ দিনের মধ্যেই ট্রাম্প সই করেছেন ১৪০টিরও বেশি নির্বাহী আদেশে। এর মধ্যে রয়েছে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের প্রস্তাব, বিশ্ববিদ্যালয় ও আইন সংস্থার বিরুদ্ধে আক্রমণ, পরিবেশ সুরক্ষা নীতির প্রত্যাহার, এবং ধনকুবের ইলন মাস্ককে ব্যবহার করে কেন্দ্রীয় আমলাতন্ত্রকে দুর্বল করার পরিকল্পনা। একইসঙ্গে বিভিন্ন দেশের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক বাণিজ্য অভিযানের ঘোষণাও দিয়েছেন তিনি।

এইসব পদক্ষেপ দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে গভীর বিভাজন সৃষ্টি করেছে। সিএনএনের এক জরিপে দেখা গেছে, বর্তমানে ট্রাম্পের জনপ্রিয়তা মাত্র ৪১ শতাংশে নেমে এসেছে। অর্থনীতির ওপর আস্থাও কমেছে—মাত্র ৩৯ শতাংশ মার্কিনি মনে করেন ট্রাম্প অর্থনৈতিক পুনরুদ্ধারে সফল হবেন।

বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতি ও বিতর্কিত শুল্কনীতিই ট্রাম্পের জনপ্রিয়তা হ্রাসের মূল কারণ। দায়িত্ব গ্রহণের সময় উচ্চ জীবনযাত্রার ব্যয় কমানোর ও মহামারিপূর্ব অর্থনীতি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার নীতিমালা ব্যয় আরও বাড়িয়ে দিয়েছে। শুল্ক বৃদ্ধির ফলে বেড়েছে পণ্যের দাম, দেখা দিয়েছে বাজার সংকট।

যদিও বিশ্বজুড়ে তার নীতির সমালোচনা চলছে, তবুও নিজের পারফরম্যান্স নিয়ে বেশ আত্মবিশ্বাসী ট্রাম্প। তাই এই ১০০ দিন পূর্তিতে মঙ্গলবার মিশিগানে এক প্রচারণা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি—সেই রাজ্যেই নভেম্বরের নির্বাচনে জয়ী হয়েছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর