কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ফের মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী।
সোমবার (২৮ এপ্রিল) রাতের এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি বিনিময় হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, টানা পঞ্চম রাতের মতো পাকিস্তানি সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে ভারত।
তারা দাবি করেছে, জম্মু ও কাশ্মিরের কুপওয়ারা, বারামুল্লা ও আখনূর সেক্টরের বিপরীতে বিনা উসকানিতে গুলি চালানো হয়েছে। এর জবাবে ভারতীয় সেনাবাহিনী "সংযত ও কার্যকর" প্রতিক্রিয়া জানিয়েছে।
ভারতের তরফে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত থেকে পাকিস্তানি বাহিনী একাধিকবার সীমান্তের ভারতীয় চৌকিগুলোর দিকে গুলিবর্ষণ করেছে। তবে পাকিস্তানের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এই ঘটনার সময়সজ্জা গুরুত্বপূর্ণ। কয়েকদিন আগেই জম্মু ও কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারান অন্তত ২৬ জন। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটিকেই সবচেয়ে বড় হামলা হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা।
সাম্প্রতিক গোলাগুলি এবং সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্কে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।
ভারত সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে, জবাবে পাকিস্তান সিমলা চুক্তি বাতিল এবং নিজেদের আকাশসীমা ভারতীয় বিমানের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে।
পাশাপাশি উভয় দেশই ৪৮ ঘণ্টার মধ্যে একে অপরের নাগরিকদের ভিসা বাতিল করে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
এসআর
মন্তব্য করুন: