[email protected] মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

ভারতের হামলার আশঙ্কা, অস্তিত্ব রক্ষায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত পাকিস্তানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৫ ১১:২৬ পিএম

ফাইল  ছবি

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ মন্তব্য করেছেন, ভারতের তরফ থেকে সামরিক আগ্রাসন আসন্ন।

একইসঙ্গে তিনি বলেছেন, যদি পাকিস্তানের অস্তিত্ব সরাসরি হুমকির মুখে পড়ে, তবে প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিতে হতে পারে।

সোমবার ইসলামাবাদে নিজ কার্যালয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, "আমরা আমাদের সামরিক শক্তি আরও বৃদ্ধি করেছি, কারণ এখন যে কোনো সময় সামরিক আগ্রাসন ঘটতে পারে। এ ধরনের পরিস্থিতিতে কিছু গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন, যা আমরা ইতিমধ্যেই গ্রহণ করেছি।"

তিনি আরও বলেন, কাশ্মীর ইস্যু কেন্দ্র করে ভারতের পক্ষ থেকে হুমকি-ধমকির মাত্রা বেড়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী সম্ভাব্য ভারতীয় হামলা সম্পর্কে সরকারকে সতর্ক করেছে বলেও জানান তিনি। যদিও তিনি আসন্ন হামলার বিষয়ে বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করেননি।

খাজা আসিফ স্পষ্ট করে জানান, পাকিস্তান বর্তমানে উচ্চ সতর্কাবস্থায় রয়েছে। তিনি বলেন, "আমাদের অস্তিত্ব যদি সরাসরি হুমকির সম্মুখীন হয়, তবে কেবলমাত্র সেই পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার বিবেচনা করা হবে।"

প্রসঙ্গত, কাশ্মীরের পহেলগাঁওয়ে সম্প্রতি এক বন্দুকধারী হামলায় ২৫ ভারতীয় ও একজন নেপালি নাগরিক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, ওই হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন দুই হামলাকারী পাকিস্তানি নাগরিক। তবে ইসলামাবাদ এসব অভিযোগ অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।

ভারত দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, কাশ্মীরের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীদের পাকিস্তান সমর্থন দিয়ে আসছে। সাম্প্রতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে ভারত ইতোমধ্যে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর