[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

ভারত-পাকিস্তান উত্তেজনা: আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৫ ৫:০৬ পিএম

সংগৃহীত ছবি

কাশ্মির ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে আলাপ-আলোচনার ওপর জোর দিয়েছে বাংলাদেশ।

দুই বন্ধুপ্রতিম দেশের সম্মতিতে মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে ঢাকা। তবে আগ বাড়িয়ে কোনো উদ্যোগ নেওয়ার পক্ষে নয় বাংলাদেশ।

রোববার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, “দক্ষিণ এশিয়ায় আমরা শান্তি চাই। আমরা জানি, ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের কিছু ইস্যু রয়েছে, যা মাঝে মাঝে উত্তেজনার জন্ম দেয়।

তবে আমরা চাই না এ অঞ্চলে কোনো বড় ধরনের সংঘাত হোক, যা সাধারণ মানুষের জন্য বিপদের কারণ হতে পারে। ভারত ও পাকিস্তান—দু’দেশের সঙ্গেই আমাদের সুসম্পর্ক রয়েছে।”

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “আমরা চাই, তারা নিজেদের সমস্যার সমাধান শান্তিপূর্ণভাবে, আলাপ-আলোচনার মাধ্যমে খুঁজে পাক। চাইলে বাংলাদেশ সহায়তার হাত বাড়াতে প্রস্তুত। তবে আমাদের অবস্থান পরিষ্কার—আমরা সংঘাত নয়, শান্তি চাই। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর