[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

নিপীড়িত মুসলিমদের পক্ষে সংহতি প্রকাশ—প্রেসক্লাবে অর্ধলাখ মানুষের জমায়েত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৫ ৩:৩৬ পিএম

সংগৃহীত ছবি

বিশ্বব্যাপী নিপীড়িত মুসলিমদের প্রতি সংহতি জানাতে রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকায় শনিবার (২৬ এপ্রিল) বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আয়োজক সংগঠন ‘আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চ’-এর ডাকে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৪৫ থেকে ৫০ হাজার মানুষ অংশ নেন বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সমাবেশ উপলক্ষে সকাল থেকেই প্রেসক্লাব ও আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। ভোর থেকে শুরু হওয়া জমায়েত বেলা সোয়া ১১টা পর্যন্ত চলায় আশপাশের সড়কে যান চলাচল বন্ধ থাকে।

সমাবেশে আয়োজকরা ছয় দফা দাবি উত্থাপন করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো—জাতিসংঘের হস্তক্ষেপে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা, ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামোর ক্ষতিপূরণ প্রদান এবং সকল হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত ও বিচার। এছাড়া ভারতের সদ্য পাস হওয়া ওয়াকফ বিল বাতিল, মাজারে হামলার তদন্ত ও দোষীদের শাস্তি এবং স্বৈরাচারবিরোধী জাতীয় ঐক্যের মাধ্যমে দায়ীদের বিচারের আহ্বান জানানো হয়।

এছাড়া তিনটি অঙ্গীকারও ঘোষণা করা হয়:
১. বৈশ্বিক আধিপত্যবাদ, বিশেষ করে ইসরায়েল ও ভারতের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে সোচ্চার থাকা,
২. দেশীয় স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাওয়া,
৩. দেশের মুসলমানদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ ত্যাগে প্রস্তুত থাকা।

বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি হামলা এবং ভারতের সংখ্যালঘু মুসলমানদের ওপর নিপীড়নের ঘটনায় তারা গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেন।

তারা দাবি করেন, এই কর্মকাণ্ড শুধু মধ্যপ্রাচ্যে নয়, দক্ষিণ এশিয়াতেও আধিপত্য বিস্তারের প্রচেষ্টা।

রোহিঙ্গা ইস্যুতে বক্তারা বলেন, সংকট সমাধানে সরকারি ব্যর্থতা স্পষ্ট হলেও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গাদের প্রত্যাবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এজন্য তাকে অভিনন্দন জানানো হয়।

সম্প্রতি দেশের বিভিন্ন মাজারে হামলার ঘটনাকে অমানবিক ও ধর্মীয় সহনশীলতার পরিপন্থী উল্লেখ করে বক্তারা বলেন, ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধে সম্মিলিত প্রতিক্রিয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

সমাবেশ শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ও মুসুরি খোলা দরবার শরীফের পীর শাহ্ হাসানুজ্জামান।

বক্তব্য রাখেন ইসলামি বক্তা এনায়েতুল্লাহ আব্বাসী, এনসিপির যুগ্ম আহ্বায়ক হাসান আরিফ, মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, আনম মাসউদ হোসাইন আল কাদেরী, অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং সৈয়দ মুহাম্মদ হাসান আল আযহারী প্রমুখ। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর