বিয়ের আসরে গিয়ে কনে নয়, বর দেখতে পেলেন তাঁর হবু শাশুড়িকে! অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মিরাটে।
ঘটনার সূত্রপাত ৩১ মার্চ। ২২ বছর বয়সী মোহাম্মদ আজিম নামের এক যুবকের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যান তাঁর ভাই নাদিম। পাত্রী হিসেবে নির্বাচন করা হয় ২১ বছর বয়সী মানতাশাকে।
সব প্রস্তুতি সম্পন্ন করে, আনন্দঘন পরিবেশে বিয়ের দিন আসরেও পৌঁছে যান আজিম।
কিন্তু কনের নাম ঘোষণার পরই সন্দেহ জাগে আজিমের মনে। আচমকা ঘোমটা সরিয়ে তিনি দেখেন, পাত্রী নয় বরং বিয়ের মণ্ডপে বউবেশে বসে আছেন পাত্রী-মানতাশার মা!
ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান আজিম। সঙ্গে সঙ্গে তিনি বিয়েতে আপত্তি জানান এবং সেখানেই শুরু হয় দুই পরিবারের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা। পরিস্থিতি উত্তাল হয়ে উঠলে আজিম আসর ছেড়ে পালিয়ে যান।
ঘটনার প্রায় এক সপ্তাহ পর আজিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মিরাট পুলিশ জানিয়েছে, প্রতারণার অভিযোগটি আমলে নিয়ে তদন্ত শুরু হয়েছে।
এসআর
মন্তব্য করুন: