[email protected] শনিবার, ১৬ আগস্ট ২০২৫
১ ভাদ্র ১৪৩২

যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো ৫ বাংলাদেশি অভিবাসী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৫ ২:২০ এএম

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র থেকে পাঁচজন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে।

শনিবার দুপুরে গ্রিফন এয়ারের (জিআরপি-২৬) একটি চার্টার্ড ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

ঢাকার এবং ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির আওতায় বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রমের অংশ হিসেবে এই পাঁচ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো।

ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট জেলার বাসিন্দা রয়েছেন।

গ্রিফন এয়ার মূলত মার্কিন সামরিক বাহিনীর জন্য নির্ধারিত একটি চার্টার্ড বিমান সংস্থা। একই ব্যবস্থাপনায় সম্প্রতি ভারতের ৭০০, পাকিস্তানের ৩৫ এবং নেপালের ৩১ জন অভিবাসীকেও দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর