[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

গাজার যুদ্ধাহত শিশুর ছবি ‘ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার ২০২৫’


প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৫ ২:১৫ এএম

ফিলিস্তিনি ফটোসাংবাদিক সামার আবু এলফের তোলা গাজার নয় বছর বয়সি মাহমুদ আজজুরের হৃদয়বিদারক ছবি ‘ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার ২০২৫’ নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

ছবির পরিসর ও প্রেক্ষাপট

  • ২০২৪ সালের মার্চে গাজার বদ্ধ পরিবেশে ইসরায়েলের বিমান হামলায় দুই হাত হারানো মাহমুদ আজজুরকে কেন্দ্র করে ধরা পড়ে এই চিত্রটি।
  • ছবি প্রথমে ‘নিউইয়র্ক টাইমস’-এ প্রকাশিত হয়। শিশুটির অগোচরে ফুটে ওঠা তীব্র যন্ত্রণার ক্ষণখানিক মুহূর্তে মানবিক দৃষ্টিভঙ্গি হারানো যায়নি।

জুরি ও নির্বাচনের বিবৃতি
ওয়ার্ল্ড প্রেস ফটো কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জুমানা এল জেইন খুরি বলেন,

“এই নিঃশব্দ আলোকচিত্র একটি শিশুর ব্যক্তিগত ট্র্যাজেডি বর্ণনা করে; সঙ্গে যুদ্ধের ভয়াবহ প্রভাবকে প্রজন্মের পর প্রজন্মে অনুভূত হওয়ার বার্তা দেয়।”

মানবিক সংকটের চিত্র

  • চলমান অবরোধ এবং শিশুহারের কারণে গাজার অধিকাংশ পরিবারই অপুষ্টিতে ভুগছে। জাতিসংঘের মানবিক সমন্বয় অফিস জানিয়েছে, গত ১৮ মাসে এ অঞ্চলে সবচেয়ে গুরুতর মানবিক সংকট মোকাবেলা করতে হচ্ছে।
  • অক্সফামের বুশরা খলিল সতর্ক করেন, “গাজার শিশুরা দিনকে দিন কম খাবার খাচ্ছে; টিনজাত খাবারে বেঁচে থাকার লড়াই চলছে।”

অন্য রানার–আপ ছবি
১. যুক্তরাষ্ট্র–মেক্সিকো সীমান্ত: জন মুরের তোলা অভিবাসীদের দৃশ্য (গেটি ইমেজেস)
2. অ্যামাজন অঞ্চলের খরা: মুসুক নোল্টের ছবি, শুকিয়ে যাওয়া নদীর তলদেশে হেঁটে যাওয়া এক যুবককে ফুটিয়ে তোলে

রাজনৈতিক অস্থিরতা, মানবাধিকার লঙ্ঘন এবং বিশ্বব্যাপী পরিবর্তিত জলবায়ু—all এই প্রেক্ষাপটে ‘ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার ২০২৫’ মানবতারই প্রতিচ্ছবি হিসেবে দাঁড়িয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর