প্রকাশিত:
১৯ এপ্রিল ২০২৫ ২:১৫ এএম
ফিলিস্তিনি ফটোসাংবাদিক সামার আবু এলফের তোলা গাজার নয় বছর বয়সি মাহমুদ আজজুরের হৃদয়বিদারক ছবি ‘ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার ২০২৫’ নির্বাচিত হয়েছে।
বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।
ছবির পরিসর ও প্রেক্ষাপট
জুরি ও নির্বাচনের বিবৃতি
ওয়ার্ল্ড প্রেস ফটো কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জুমানা এল জেইন খুরি বলেন,
“এই নিঃশব্দ আলোকচিত্র একটি শিশুর ব্যক্তিগত ট্র্যাজেডি বর্ণনা করে; সঙ্গে যুদ্ধের ভয়াবহ প্রভাবকে প্রজন্মের পর প্রজন্মে অনুভূত হওয়ার বার্তা দেয়।”
মানবিক সংকটের চিত্র
অন্য রানার–আপ ছবি
১. যুক্তরাষ্ট্র–মেক্সিকো সীমান্ত: জন মুরের তোলা অভিবাসীদের দৃশ্য (গেটি ইমেজেস)
2. অ্যামাজন অঞ্চলের খরা: মুসুক নোল্টের ছবি, শুকিয়ে যাওয়া নদীর তলদেশে হেঁটে যাওয়া এক যুবককে ফুটিয়ে তোলে
রাজনৈতিক অস্থিরতা, মানবাধিকার লঙ্ঘন এবং বিশ্বব্যাপী পরিবর্তিত জলবায়ু—all এই প্রেক্ষাপটে ‘ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার ২০২৫’ মানবতারই প্রতিচ্ছবি হিসেবে দাঁড়িয়েছে।
এসআর
মন্তব্য করুন: