[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

৭ ডলার চুরি করে ৮৪ হাজার ডলার জরিমানা!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৫ ১:০২ এএম

সংগৃহীত ছবি

জাপানের এক বাসচালক যাত্রী ফি থেকে মাত্র ১,১৫০ ইয়েন (প্রায় ৭ ডলার) আত্মসাৎ করার অভিযোগে ২৯ বছরের ক্যারিয়ারে চাকরি হারিয়েছেন এবং তাকে বিপুল জরিমানা গুনতে হয়েছে।

স্থানীয় আদালতের তথ্য অনুযায়ী, চালক ২০২২ সালের একটি ভ্রমণে পাঁচ যাত্রী থেকে সংগ্রহকৃত ১,১৫০ ইয়েনের মধ্যে মাত্র ১৫০ ইয়েন লেটার বক্সে ফেলে বাকি ১,০০০ ইয়েন নিজের হাতে তুলে নেন।

পুরো ঘটনা বাসের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পরে তাকে অবসরকালীন পেনশন থেকে ১ কোটি ২০ লাখ ইয়েন (প্রায় ৮৪,০০০ ডলার) পরিশোধ করতে বাধ্য করা হয়।

চালক শহর কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষতিপূরণ ও জবাব চাইতে আদালতে গেলে, সুপ্রিম কোর্ট তার আপিল খারিজ করে জরিমানা বহাল রাখে।

রায়ে উল্লেখ করা হয়, ১,০০০ ইয়েনের ছোটখাট আত্মসাৎও বাস পরিষেবার প্রতি যাত্রীদের আস্থা ক্ষুণ্ণ করতে পারে এবং কর্তৃপক্ষের নিয়ম–আদর্শকে প্রশ্নবিদ্ধ করে।

অতিরিক্তালে আদালত পর্যবেক্ষণ করে, চালকের বিরুদ্ধে পূর্বেও কয়েক দফা শোকজ এবং সতর্কবার্তা জারি করা হয়েছিল; তার মধ্যে রয়েছে ডিউটিতে ইলেকট্রনিক সিগারেট পান করার অপরাধ। এসব ইতিহাস বিবেচনায় নিয়ে রায়ে বলা হয়, ন্যায়সঙ্গত শাস্তি হিসেবে আরও কঠোর নজরদারি বা শাস্তিমূল্য হতে পারতো।

জরিমানা আদায়কারীর পক্ষে খরচা–লক্ষ্য অর্থাৎ ১ কোটি ২০ লাখ ইয়েনের প্রথাগত “অধিকার সচেতনতা” রক্ষা করা হলেও, বিচারকরা মনে করেন—জনতার আস্থা বজায় রাখার চেয়ে কোনও মূল্য বড় নয়।

মুহূর্তের লোভের বিনিময়ে চালকের দীর্ঘদিনের সুনাম পঙ্গু হওয়ায় কঠোর সিদ্ধান্ত দেওয়া হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর