জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভিযোজন কার্যক্রমে সহায়তা দিতে বাংলাদেশকে ৫২.৫ মিলিয়ন ইউরো (প্রায় ৭২৪ কোটি টাকা) অনুদান দেবে জার্মানি।
বুধবার (১৬ এপ্রিল) ঢাকায় জার্মান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার দুই দেশের পক্ষে একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন। এই চুক্তির আওতায় “জলবায়ু পরিবর্তন অভিযোজিত নগর উন্নয়ন কর্মসূচি (অষ্টম পর্যায়)” বাস্তবায়নে তহবিল প্রদান করা হবে।
এটি ২০২৪ সালের ডিসেম্বরে স্বাক্ষরিত বাংলাদেশ-জার্মান “জলবায়ু ও উন্নয়ন অংশীদারত্ব (সিডিপি)” এর পর প্রথম বড় ধরনের আর্থিক সহায়তা।
এই অনুদান স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং জলবায়ু-সংবেদনশীল অবকাঠামো নির্মাণে ব্যয় করা হবে। এছাড়া, এটি ভবিষ্যতের প্রকল্পগুলো বাস্তবায়নেও সহায়ক ভূমিকা রাখবে।
এসআর
মন্তব্য করুন: