[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

বাংলাদেশে তিনটি আধুনিক হাসপাতাল নির্মাণে আগ্রহী চীন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫ ৮:০৩ পিএম

ফাইল ছবি

চীনের সহযোগিতায় বাংলাদেশে তিনটি বড় হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর।

রোববার (১৩ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, নীলফামারীতে চীনের সহায়তায় ১ হাজার শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। এর জন্য প্রায় ১৬ একর জমি প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে, যার তদারকি করছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

এছাড়া, ঢাকার সাভারের ধামরাইয়ে একটি পূর্ণবাসন কেন্দ্র স্থাপন করা হবে, যেখানে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা ও পুনর্বাসন সেবা প্রদান করা হবে।

চট্টগ্রামেও ৫০০ থেকে ৭০০ শয্যার একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বর্তমানে চীনের অর্থায়নে চট্টগ্রামে একটি বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর